সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ।
আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। এমন নানা স্লোগানের মধ্য দিয়ে আজ রাজশাহী জেলাধীন মোহনপুর উপজেলা শাখার আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ মোহনপুর উপজেলার বিদিরপুর বাজারে মোহনপুর শাখা কমিটির আয়োজনে রেলি ও বিভিন্ন সচেতন মূলক বক্তব্য রাখেন উক্ত সংস্থার সদস্যগণ।
নিরাপদ সড়ক চাই এর আজকের আয়োজনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর মোহনপুর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসাইন, সহসাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন রাসেল।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আল-আমিন বিশ্বাস এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শ্রী নিতাই সহ আরো অনেক ব্যক্তিবর্গ। পর্যায়ক্রমে বক্তারা নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সচেতন মূলক নানা দিক নির্দেশনামূলক কথা বলেন এবং সকল কে সাবধানতার সহিত রাস্তায় চলাফেরা করত বলেন।
সবশেষে সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সকলের নিরাপদ ও শান্তি কামনা করে আলোচনা সভা শেষ করেন।