সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টারঃ- মতলব উত্তর উপজেলার নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্যাহ সরকার।
আরিফ উল্যাহ সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্থ জাতি, সুস্থ দেহ ও সুস্থ মন গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই বলেই এ খাতকে সবসময় প্রাধান্য দিয়ে আসছেন। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার বলেই, তার সময় দেশের ও দেশের বাইরে ক্রীড়া অঙ্গনের বিকাশ সূচিত হয়েছে।
নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোঃ গোলাম হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা নাসরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, আহসানুজ্জামান লুলু, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন সরকার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূরুন নাহার সেবু, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাহবুব আলম বাবু, অভিভাবক সদস্য বিল্লাল হোসেন।