সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিম,
দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা সোহাগ কে পরিকল্পিত ভাবে কুপিয়ে যখম করে হত্যার চেষ্টা করে রায়গঞ্জের কিছু সন্ত্রাসী। সন্ত্রাসীরা হলেন (১) মোঃ আলম ও তার ভাই (২) আমির চান পিতা: মৃত আনোয়ার (৩) শামীম হোসেন পিতা: আমির চান (৪) মোঃ জাকির হোসেন (৫) মোঃ বদিউজ্জামান পিতা: মৃত মনোয়ার (৬) মোঃ সুমন পিতা: মৃত নূরুল ইসলাম।
মোঃ গোলাম মোস্তফা সোহাগ বলেন গত ১০-৯-২৩ রোজ শনিবার বিশ্বস্ত সুত্রে সংবাদ পাওয়ার পর আমি সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনা স্থলে পৌছা মাত্রই দেখতে পাইযে অপরিচিত লোকজনের সাথে ওই সন্ত্রাসীরা লোহার রড, ছুরি, কাঠের বাটাম ইত্যাদি মারাত্মক অস্ত্র সস্ত্র সজ্জিত হইয়া পরষ্পরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে।
আমি উক্ত ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ও ছবি আমার ফোনে ধারণ করি, এক পর্যায়ে ওই সকল সন্ত্রাসীরা আমাকে ধরে ফেলে এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের ভিডিও ও ছবি সহ অন্যান্য ডকুমেন্টস ডিলিট করে দেয়। তারপর সন্ত্রাসীরা এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে ওই সময় আমি চিৎকার দিলে আমার চিৎকার শুনে কিছু লোকজন এগিয়ে আসে এগিয়ে আসার পর রায়গঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
ওই সময় আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আমার কাছে থেকে কিছু জবানবন্দি রেকর্ড করে নেয় এবং আমার কিছু ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্র প্রচার হিসেবে ছড়িয়ে দেয় যাতে করে মানুষের মধ্যে আমার প্রতি নেগেটিভিটি সৃষ্টি হয়। আমি ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জর্জ কোর্টে একটি মামলা দায়ের করেছি।