মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুরঃ- মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়ালে বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর ) ২০২৩ ইং তারিখ সকাল ৯ ঘটিকার সময় বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রীজ থেকে সনমন্দী পর্যন্ত ৩.৫ কি:মি: রাস্তার দুই পাশে (৩ শত) তালেবীজ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন ও দোয়া মোনাজাত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান, বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন হাওলাদার,ইউপি সদস্য মোঃ বেলায়েত হোসেন হাওলাদার।
একর্মসূচির আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টার প্রাইমারী শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান হাওলাদার, সার্বিক সহযোগিতায় ছিলেন,খাতিয়াল সেচ্ছাসেবী ছাত্র সংগঠন আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে তালবীজ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, খাতিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপংকর হালদার, খাতিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক বাড়ৈ,১৬৭ নং ছোট বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ও বজ্রপাত নিরোধ প্রকল্পের কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন,ইউ কে প্রবাসী মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রতিদিনের ক্রাইম ডটকম নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ হেমায়েত হোসেন খান, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মোঃ গোলাম আলী আকন প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। অনাবৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে দেশে প্রতিবছর শত শত লোক মারা যাচ্ছে। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা দুর্যোগ মোকাবেলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যে এলাকায় তাল গাছ আছে সে এলাকায় বৃষ্টিপাত হবে। এছাড়া তাল গাছ খরা মোকাবেলা ও বজ্রপাত নিরোধে সহায়ক ভূমিকা পালন করে।
তালের চারা রোপনের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায়। দেশের খরাপ্রবণ এলাকায় অধিক পরিমাণে তালের চারা রোপনের ফলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।
উল্লেখ্য, মাদারীপুর জেলার ডাসার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও প্রতিটি গ্রামে তাল বীজ রোপণ কর্মসূচি গ্রহণে জন্য উপস্থিত সকলের প্রতি দাবি জানান উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ।