তুহিনুর রহমান, ঝিনাইদহ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সর্বসাধারণকে নিয়ে গড়ে উঠেছে একটি অরাজনৈতিক,সামাজিক সংগঠন ” কোটচাঁদপুর ডেভলপমেন্ট ফোরাম” ।
সংগঠনটি মূলত জনসাধারণের কল্যাণে কাজের জন্য গঠিত হয়েছে। শনিবার ৩০/০৯/২০২৩ ইং তারিখ একটি অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম বলেন , সামাজিক এই সংগঠনটি কোটাঁদপুরের সব ধরনের খবরাখবর জনসাধারণকে অবগত করবে এবং তাদের পাশে সবসময় থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাময়াতে ইসলামী কর্তৃক মনোনীত নমিনি ঝিনাইদহ – ৩ আসনের এর জন্য এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার মাধ্যমে সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে করণীয় সম্পর্কে বলেন তিনি।
এছাড়াও উক্ত সংগঠনের সেক্রেটারি, অফিস সম্পাদক সহ বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ সরওয়ার।সমাজে ন্যায় প্রতিষ্ঠায়, জনগণের কল্যাণে মিডিয়ার ভূমিকা সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি বিশেষ বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে।