1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জামায়াত বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মেয়র-লিটন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৩৪|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা বাঘায় ​গাঁজা ইয়াবা-সহ গ্রেফতার নগরীর পঞ্চবটি এলাকার সেই বিএনপি সদস্য সুমনকে বহিস্কার রাজশাহী নেসকোতে নিয়োগ-বাণিজ্য ও অর্থ অপচয়ে শীর্ষ কর্মকর্তারা, নথি তলব দুদকের বরিশাল জজ কোর্টের সহকারী আইনজীবী ইয়াবাসহ গৌরনদীতে গ্রেফতার। বৈরী আবহাওয়া, মুষলধারে বৃষ্টির বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কে ধস, খানাখন্দে ভোগান্তি চরমে মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, আহত-২৫ গৌরনদী গার্লস এন্ড কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কীটনাশক বিতরন মাদারীপুরের শিবচরে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

জামায়াত বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মেয়র-লিটন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মতবিনিময় সভা আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সভা শেষে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এঁর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্রটি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর হাতে তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যখনই আমরা নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছি, যখন নিজেদের ভাগ্য নিজেরা গড়তে চেয়েছি তখন নানা রকম ষড়যন্ত্র ও চক্রান্তের জাল বিস্তার করে আমাদের জাতিকে বিভ্রান্ত করে কিছু পথভ্রষ্ট মানুষের কারণে দেশের মানুষের স্বপ্ন ভেঙ্গে গেছে।

আজকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা দেশের মানুষকে পুড়িয়ে মারবে, আগুন সন্ত্রাস করবে, দেশকে অস্থিতিশীল করবে, সেটি আমরা মেনে নিবো না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। আমরা রাজপথে থেকে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করবো। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল-কে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রদান করেছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি জননেত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের প্রাচীনতম দল। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বটবৃক্ষে পরিণত হয়েছে। যে বটবৃক্ষের নিচে কোটি কোটি মানুষ ছায়া নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। জাতির পিতার নির্দেশে সফলভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন জাতীয় চার নেতা। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে গড়ছেন। দেশকে একটা পর্যায়ে নিয়ে গেছেন। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, রাজশাহীতে আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। আজকে যদি আমরা বলি কাল বিকেলে একটি মিছিল করবো, আমাদের এক ডাকে ১০ থেকে ১২ হাজার মানুষ চলে আসবে। এটি আমাদের একটি অর্জন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, মোখলেশুর রহমান কচি, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য ইপফাৎ আরা কামাল, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com