সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের আরও দু’টি বাস আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় রেল লাইনের ধারে পার্কিংয়ে রাখা তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওলডিংয়ের কাজ চলছিল।
এ সময় বাসটিতে আগুন ধরে যায়। নতুন ডেকোরেশন করা বাসটিতে দ্রুত এ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাস দু’টির সামনের দিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক মাহবুবুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি।