মোছাঃ সাহানা খাতুন,পুঠিয়া প্রতিনিধিঃ- গ্রিনল্যান্ড সবুজে ঢাকা কোনো জায়গা নয় বরং বরফাবৃত। শুনলে সত্যিই অবাক হবেন যে, গ্রিনল্যান্ডের প্রায় ৮০ ভাগ অঞ্চল স্থায়ী বরফে আবৃত। অন্যদিকে, আইসল্যান্ডের মাত্র ১১ ভাগ অংশ বরফে ঢাকা।গ্রিনল্যান্ডের নামকরণের ব্যাপারটি ছিলো সম্পূর্ণ ইচ্ছাকৃত।এর পিছনে রয়েছে জটিল ঘটনাবলি,যার সাথে জড়িত রয়েছে জলবায়ু পরিবর্তন ও ভাইকিং প্রথা। নামকরণের এ উপাখ্যান লোকগাথা ও উপকথার মতো প্রচলিত।
ভাইকিংরা যখন এ ভূখণ্ডে পা রাখে, তখনই নিজেদের খাতিরে একটু বুদ্ধি খাটিয়ে সবকিছু বিপরীত দিকে পরিচালিত করে।
ভাইকিংরা কঠিন বরফে আবৃত ভূখণ্ডটির নাম করণ করে গ্রিনল্যান্ড নামে।৮০০-১৩০০ সাল পযর্ন্ত গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চল এখানকার তুলনায় অনেক উষ্ণ ছিল।কিন্ত চতুর্দশ শতকের দিকে এসে গ্রিনল্যান্ডের তাপমাত্রা আকস্মিকভাবে কমতে থাকে।কম তাপমাত্রার ফলে ফসল উৎপাদন কমে যায় এবং সাগরে বেশি বরফ জমতে থাকে।ফলে গ্রিনল্যান্ডে বসবাসকারী মানুষজন তাদের আবাস ছাড়তে বাধ্য হন।