স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- হ্যালো এইচপি অ্যাপস ইনসটলেশন ক্যাম্পেইনের কার্যক্রমে বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে সোমবার বিকেলে থানার হলরুমে উপ-পরিদর্শক তমাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ এসএম আব্দুর রব, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শাহ আলম, উপজেলা পিক-আপ মালিক সমিতির সভাপতি সোহেল ভূইয়া, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সার্জেন্ট সুমন চন্দ্র সরকার, সহকারী উপ-পরিদর্শক এমদাদুল হক, আব্দুল আজিজ শেখ, ইব্রাহীম খলিল সহ বিভিন্ন ট্রাক, পিক-আপ মালিক ও চালক বৃন্দ।