স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদীতে বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ১৪ এপ্রিল ২০২৪ বিকালে গৌরনদী’র হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন স্মৃতি যুব ক্লাব ও পাঠাগার এর সভাপতি মোঃ নুর উদ্দিন আকন কাইউম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,পৌরমেয়র হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন মুন্সী ভাইস চেয়ারম্যান গৌরনদী উপজেলা ও যুগ্ন সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলা আওয়ামীলীগ, বীরমুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন আকন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সরিকল ইউনিয়ন,মোঃ ফারুক হোসেন মোল্লা ৭নং সরিকল পাইলট ইউনিয়ন পরিষদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান মৃধা সাবেক চেয়ারম্যান ৭নং সরিকল পাইলট ইউনিয়ন পরিষদ ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ গৌরনদী উপজেলা শাখা, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সরিকল ইউনিয়ন শাখা, মোঃ হাফিজুর রহমান মান্না সভাপতি সরিকল মাধ্যমিক বিদ্যালয় ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, স্বপন কুমার হালদার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ডিগ্রি কলেজ হোসনাবাদ, গৌরনদী, মোঃ আবু তোয়াব (নয়ন) সিকদার সমাজ সেবক হোসনাবাদ, গৌরনদী, বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন স্মৃতি যুব ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম সহ অন্যান্যরা।
নিজাম উদ্দিন স্মৃতি যুব ক্লাব ও পাঠাগারের প্রধান উপদেষ্টা আহসান পিপু খেলায় আগত সকল দর্শক শ্রোতা, অতিথিবৃন্দ এবং ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।