নিজস্ব,প্রতিবেদকঃ- বরিশালের গৌরনদীতে বিয়ে বাড়িতে চুরি এবং হাতে কব্জী কেটে গৃহবধূকে মারধর করে ৭০ হাজার টাকা নিয়ে গেছে চরচক্র।
আসমান আলী ঘরামির ছেলে সাদ্দাম ঘরামী জানান আমার ছোট বোন এর বিয়ের জন্য গরু কেনার টাকা ছিলো বড় ভাবির কাছে। প্রকৃতির ডাকে রাত আড়াইটার সময় সাড়া দিতে বের হলে তাকে মারধর করে ৭০ হাজার টাকা নিয়ে যায় চরচক্র।
এমনই এক ঘটনা ঘটেছে গৌরনদী উপজেলার পৌর এলকার ১নং ওয়ার্ড সুন্দরদী মহল্লায়। ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন নীলখোলা সকরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব ও উত্তর পাশের ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।
সুন্দরদী নীলখোলা এলাকার আসমান আলী ঘরামীর ছোট মেয়ের বিয়ের দিন ধার্য করা হয়েছে ১৭ সেপ্টম্বর রোববার । তাই বর যাত্রীদের জন্য গরু কেনার টাকা ছিলো আসমান আলী ঘরামরি বড় ছেলের বৌ রোকসনা আক্তারের কাছে ৭০ হাজার টাকা।
রোকসনা আক্তারের স্বামী কাতার প্রবাসী হওয়া তিনি তার ঘরে ছোট মেয়েকে নিয়ে থাকেন রোকসনা আক্তার।
বৃহস্পতিবার রাত আড়াইটার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলেই চোরচক্র তাকে মুখ চেপে ধরে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে তার গলায় চাকু দিয়ে পোচ দিলে হাত দিয়ে বাঁধা দিলে চাকুর আঘাতে তার বাম হাতের কব্জিতে পোচ লাগে।
তখন চুরি করতে আসা বাকি চোরচক্র ঘরে ঢুকে চোরের দল ঘরে ভিতর সব কিছু এলোমোলে করে তল্লাসি করে ড্রামের ভিতরে থাকা বিয়ের গরু কেনার ৭০ হাজার টাকা নিয়ে যায়।
তখন গৃহবধূর ডাক চিৎকারের পাশের বাড়ির লোকজন আসার আগেই চোরচক্র পালিয়ে যায়।চুরি হাওয়ার সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।