স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ এই শ্লোগানে বরিশালের গৌরনদী সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা ” (মাদকদ্রব্যের অপব্যবহাররোধ, জঙ্গিবাদ -সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ড এবং নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা) শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান গৌরনদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর গৌরনদী’র আয়োজনে শুক্রবার ১৩ অক্টোবর ২০২৩ বিকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সচিবালয় এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সহকারী সচিব সেলিনা আক্তার,যুব উন্নয়ন অধিদপ্তরের বরিশালের উপপরিচালক মোঃ শামিম চৌধুরী, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন, সাংবাদিক লোকমান হোসেন রাজু সহ উপজেলা যুব অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজারাম সাহা।