আতাউর রহমান চঞ্চলঃ- গৌরনদীর মডেল থানার পুলিশ ১০৫ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রায়হান হাওলাদার কে গ্রেফতার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার পুলিশ গতকাল শনিবার টরকীতে অভিযার চালায় এসময় এচাহাক ঘরামীর বাড়ীর সামনে থেকে রায়হান পুলিশের হাতে গ্রেফতার হয়,এসময় রায়হানের শরীর তল্লাশী করে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
রায়হান হাওলাদার পৌর এলাকার লাখেরাজ গ্রামের সালেক হাওলাদের পুত্র, ইয়াবাসহ রায়হানকে গ্রেফতারের তর্থ্যের সত্যতা নিশ্চিত করেছে গৌরনদী মডেল থানা অফিসার মো. আফজাল হোসেন জানিয়ে গোপন সংবাদের ভিত্তিতে থানার কর্মরর্ত এস আই মজিবুর,এ এস আই আসাদুল ইসলাম,আমিনুল ইসলাম, হুমায়ুন কবির ও ইমরান নাজির ১০৫ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট রায়হান হাওলাদারকে গ্রেফতার করেছে।
এঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে,আজ রবিবার দুপুরে রায়হান হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ে।