মোহাম্মদ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন দল আ’লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের খুকৃবি শাখার শীর্ষ পদের নেতৃত্ব পেয়েছেন সন্তান এসএম তানসেনুল ইসলাম।
এ নিয়ে গর্বিত নড়াইলের মানুষ। ছাত্র সংগঠনের এ নেতাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান, কলেজ-বিশ্ববিদ্যালয় সব জায়গায় চলছে ইতিবাচক আলোচনা। কারণ একটাই এই জেলার সন্তান এই প্রথম পূর্ণাঙ্গ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে শীর্ষ পদে অধিষ্ঠিত হলেন।
খুকৃবিতে আগামী এক বছরের জন্য ছাত্রলীগের ১৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এসএম তানসেনুল ইসলামকে সভাপতি ও বিশ্বজিৎ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
কমিটির ঘোষণা দেওয়া হয়।
তিনি খুলনা পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটেনারী বিভাগে (২০১৮-১৯ সেশনে) ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। বর্তমানে তিনি এই বিভাগে স্নাতক সম্মান
শেষ বর্ষে পড়াশোনা করছেন। তবে তার পরিবারের সদস্যরাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোত সম্পৃক্ত। এসএম তানসেনুল ইসলামের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামে। তার বাবা শাহীদুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
চাচা ওয়াহিদুজ্জামান হীরা কালিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। বড় ভাই এসএম তানবীরুল ইসলাম কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি। জেলায় আওয়ামী রাজনীতিতে নিবেদিত এসএম তানসেনুল ইসলামের পরিবারের অবদান সব মহলে প্রশংসিত ও পরীক্ষিত।
এ প্রসঙ্গে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া বলেন,‘দেশের ঐতিহ্যবাহী বৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগের খুকৃবি শাখার শীর্ষ দায়িত্বে নড়াইলে ছেলে। এটা আসলেই গৌরবের বিষয়। এটা আমাদের মেসেজ দেয় যে, দেশের
রাজনীতিতে নড়াইলের অবস্থান ভালো। এই ছাত্রনেতা বর্তমান রাজনীতির গুণাবলির মাধ্যমে ভবিষ্যৎতেও দেশের রাজনীতিতে বড়কোন নেতৃত্ব দিবে বলে মনে করেন
তিনি।