রিপোর্ট মোঃ সবুজ খান স্টাফ রিপোর্টারঃ- মাদারীপুর কালকিনি ও ডাসার উপজেলার মানুষ জিম্মি হয়ে আছে অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টর মালিকদের কাছে। মাটি ভরাট কাজ ও ইটভাটায় মাটি দেওয়ার নামে তারা যত্রতত্র গাড়ি চালিয়ে বিনষ্ট করছে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি। শুধু তাই নয়, এসব গাড়ি চলাচলে স্কুলকলেজ শিক্ষার্থীর রাস্তাঘাটে চলাচল সৃষ্ট ধুলায় মানুষের শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগজীবাণু বাসা বাঁধছে, বাড়ছে ভোগান্তি। এসব মাহিন্দ্রা ট্রাক্টর গাড়ি বন্ধের দাবি এলাকাবাসীর। কালকিনি ও ডাসার
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাটি ভরাট ও ইটভাটায় মাটি দেওয়ার নামে মাহিন্দ্রা ট্রাক্টর একক আদিপত্য বিস্তার করে দাপিয়ে বেড়াচ্ছে। আর এতে সরকারের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকার রাস্তাঘাট। ভেঙে এবং উঠে যাচ্ছে নবনির্মিত রাস্তার কার্পেটিং ও ইটের সলিং। সাধারণ মানুষের দাবি রোড পারমিট না থাকা সত্ত্বেও এসব অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টর গাড়ি প্রশাসন বন্ধ করছে না।
মাহিন্দ্রা ট্রাক্টরের কয়েকজন মালিক নাম প্রকাশ না করার শর্তে তারা কি ভাবে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টর দাপটের সাথে চালিয়ে যাচ্ছে। অনুমোদনহীন এসব নিষিদ্ধ মাহিন্দ্রা ট্রাক্টর অবাধে চলাচল করছে। প্রশাসন এসব ব্যাপারে জরুরি ব্যবস্থা নিবেন।