মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুর জেলার কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার (২৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত যুবক আজিজুল সিকদার কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।আজ বুধবার (১১অক্টবার) দুপুরে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা।
সেখানে বসে ওই দুর্বৃত্তরা আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্যাতন শেষে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে।
পরে তার অবস্থার বেগতিক দেখে সকালে তাকে একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আজিজুল শিকদারের।
নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে কে বা কারা রাতের আধারে খবর দিয়ে নিয়ে পরিকল্পিত ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।আমরা মামলা করবো।
আজিজুল শিকদারের চাচা সাবেক কাউন্সিলর আকমাল বেপারী বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক এর আগেও চোর সাজিয়ে কয়েকবার পরিকল্পিত ভাবে মারধর করেছে।তার অপরাধ সে আমার সাথে চলাফেরা করে কেন। আজিজুল খুবই ভালো ছেলে ছিলো।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, একটা লোক চুরি করলে দেশে তার বিরুদ্ধে আইন আছে। তাকে আইনের আওতায় এনে বিচার করা যেত। আজিজুলকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে তদন্ত করে বেড় করার চেষ্টা চলছে।