মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষণা অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে উজিরপুর বন্দরে লিফলেট বিতরণ, লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড এইচ এম হারুন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা কমিটির সদস্য কমরেড বিমল চন্দ্র করাতী, কমরেড জাহিদ হোসেন খান ফারুক, কমরেড রফিকুল ইসলাম, কমরেড ফরিদ হোসেন শিকদার, সুমন পান্ডে, কমরেড শফিকুল আলম খান করিম,কুমার আকাশ, সম্রাট মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন,মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন। মুক্তিযুদ্ধ – স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। রুখো আমেরিকা রুখো বিএনপি – জামাত দেশব্যাপী সপ্তাহব্যাপী এই কর্মসূচি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে চলবে।