মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- অবশেষে বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ঐতিহ্যবাহী হারতা বন্দরের প্রভাবশালী সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃূধার নদীসংলগ্ন সরকারি ডাকবাংলো সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভেঙ্গে ফেলা হলো বহুতল ব্যবসা প্রতিষ্ঠান ।০৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসমাম।
এ সময় উপস্থিত ছিলেন উজিপুর মডেল থানার এস আই তরুণ কুমার হালদার,এ এস আই আল মামুন,ও এ,এস, আই ইমদাদ।উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জালাল উদ্দিন আহমেদ জানান, উপজেলার হারতা ইউনিয়নের ১৩ নং মৌজার ১ নং খতিয়ানের ১১৩২ নং দাগের নদীর জমি অবৈধ ভরাট করে সাবেক ইউপি চেয়ারম্যান একটি বহুতল ভবন নির্মাণ করেন ।বিষয়টি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি নোটিশ প্রদান করলেও ক্ষমতার দাপটে স্থাপনার নির্মাণ করেন ।
বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করলে জেলা প্রশাসক দীর্ঘ তদন্ত সাপেক্ষে গত ৯ জুলাই স্থাপনা উচ্ছেদের চূড়ান্ত নোটিশ প্রদান করেন। একই সাথে সাত দিনের মধ্যে তাদের স্থাপনা নিজ উদ্যোগ উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়ে ছিল।এ বিষয়ে সাবেক চেয়ারম্যান কোন পদক্ষেপ না নিলে, জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইসমামকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তারই প্রেক্ষিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা সাংবাদিকদের কে বলেন, ১১৩২ নং দাগের ৪ শতাং জমি আমি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করি, সহকারী কমিশনার ভূমি আমাকে নোটিশ প্রদান করলে আমি বিভাগীয় কমিশনারের কাছে আপিল করি এবং বিভাগীয় কমিশনার আগামী ৯ অক্টোবর আপিলের শুনানি ধার্য করেন।
কিন্তু আপিলের বিষয়টি সহকারী কমিশনার ভূমিকে জানানো হলো তিনি তা মানেন নি। উচ্ছেদ অভিযানের বিষয়ে সহকারী কমিশনার ভূমি কে, এম, ইসমাম বলেন সরকারি সম্পত্তি অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।সে যত বড় প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে কেউ সরকারি জমি দখল করা ভবন নির্মাণ করলে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা সহ আর্থিক জরিমানা করা হবে।