মো.মনিরুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ-বরিশালের আগৈলঝাড়ায় সরকারি অফিস, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশ উপেক্ষিত হয়েছে। তারা সরকারি নির্দেশে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেননি। জাতীয় পতাকা উত্তোলন না করায় সাধারন লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গাজাসহ ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের জন্য গতকাল শনিবার সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন মস্ত্রী পরিষদ সচিব মো.মাহাবুব রহমান।
সরকারী এই নির্দেশ আগৈলঝাড়া উপজেলা বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান পালন করেননি। গতকাল শনিবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের বেসরকারী এনজিও ব্র্যাক অফিস জাতীয় পাতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করেননি।
বিষয়টি গনমাধ্যম কর্মীদের নজরে আসলে তরিঘরি করে সকাল ১১টায় ১০মিনিটে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া উপজেলার আসনার ভিডিপি অফিস, উপজেলা প্রানী সম্পদ ও ভেটেনারী হাসপাতাল, মহিলা বিষয়ক অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, উপজেলা বন বিভাগ।
এছাড়াও উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর নিশিকান্ত গাইন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ, আহুতি বাটরা মাধ্যমিক বিদ্যালয়, রামানন্দের আকঁ মাধ্যমিক বিদ্যালয়, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়সহ অধিকাংশ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে সরকারি নির্দেশে জাতীয় পতাকা অর্ধনিমিত করা হয়নি। এসকল প্রতিষ্ঠান বন্ধ পাওয়া তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পতাকা অর্ধনিমিত না করায় সাধারন লোক ও সরকারী কর্মকর্তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, যারা সরকারী নির্দেশ অমান্য করে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেনি। তাদের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।