
মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামের মানুষের ভালোবাসা অর্জন করবো,জনগণের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তারেক রহমান তাদেরকেই মনোনয়ন দেবেন।
তিনি আরও বলেন, দলের সঙ্গে বা জনগণের সঙ্গে যার সম্পর্ক নেই, তার মনোনয়ন আশা করাও ভুল। মানুষের সঙ্গে যাদের সম্পর্ক, দলের সঙ্গে তাদের সম্পর্ক তারাই কিন্তু পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে কালকিনি ফাজিল মাদরাসা মাঠে কালকিনি উপজেলা ও পৌরসভার সব ওয়ার্ডভিত্তিক বিএনপির নবায়ন ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
এসময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন সরদারসহ বিএনপি অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।