1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১১|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে সবজির বীজ ও সার। গৌরনদীতে ঋণে জর্জরিত ব্যবসায়ীর আত্মহত্যা। নতুন কুঁড়ি প্রতিযোগিতায় গৌরনদীর প্রিয়ন্তীর সাফল্য। রামপালে কৃষকের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ ইতালিস্থ বরিশাল জেলা সমিতির (নির্বাচিত) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত উজিরপুরে মৎস্য কর্মকর্তার মানবিকতায় বেঁচে গেলো দুই জেলের প্রাণ উজিরপুরে অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি (১৫)কে ধর্ষণ করে হত্যা মামলার একমাত্র আসামি ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকে ১০ লক্ষ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন মাদারীপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের।এসময় মামলার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সাজ্জাদ মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পূর্বেও শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা খেটে ২০১১ সালে মুক্তি পান।

মামলার এজাহার থেকে জানা যায় -২০১৯ সালের ১৩ জুলাই মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন নিহতের বাবা মজিবর ফকির লাশটি শনাক্ত করেন এবং তার মেয়ে দীপ্তির লাশ বলে শনাক্ত করেন। পরে মজিবর ফকির বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেন র‌্যাব-৮ বাহিনীর সদস্যরা। তাদের তদন্তে বেরিয়ে আসে যে, ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খান দীপ্তিকে ধর্ষণের পর হত্যা করেছে।

নিহত দীপ্তি মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে। তিনি বলাইরচর শামসুন্নাহার বালিকা মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

র‌্যাব-৮ এর তদন্তে জানা যায়, সাজ্জাদ হোসেন পূর্বে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন এবং ২০১১ সালে মামলা থেকে মুক্তি পায়। ২০১৯ সালের ১১ জুলাই বৃষ্টির দিনে জেলা শহরের ইটেরপুল থেকে চরমুগরিয়া যাওয়ার উদ্দেশ্যে দীপ্তি তার ইজিবাইকে ওঠেন। এসময় অন্য কোনো যাত্রী না থাকার সুযোগে দীপ্তিকে জোর করে পূর্ব খাগদি এলাকায় সাজ্জাদের নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়।

পরে মরদেহ বিদ্যুতের তার দিয়ে বেধে কয়েকটি ইটসহ পুকুরে ফেলে দেওয়া হয়। দুইদিন পর লাশটি ভেসে উঠলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানববন্ধন, বিক্ষোভ ও দ্রুত বিচারের দাবিতে ফেটে পড়ে স্থানীয় লোকজন।

দীপ্তির বাবা মজিবর ফকির তার মেয়ে হত্য মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমার মেয়ের হত্যাকারী আজ আইনের কাছে জবাবদিহি করেছে। আমরা এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি।

মামলার রাষ্ট্রপক্ষের পিপি শরীফ সাইফুল কবীর বলেন, মামলায় একমাত্র আসামী সাজ্জাদ হোসেনকে মৃত্যুদণ্ড এবং দশ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। এটি ছিল অত্যন্ত নৃশংস একটি হত্যা ও ধর্ষণ মামলা। আমরা রায়ে সন্তুষ্ট হয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com