
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম (অব.) বলেন, কালকিনির মাটি কাউকে ঠিকা দেওয়া হয় নাই,যদি লাশ হয়ে যেতে হয়, লাশ হয়ে যাবো তার পরেও কালকিনির মাটিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেবো।
রেজাউল করিম রেজা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে,শহীদ জিয়ার আদর্শের প্রত্যেকটা সৈনিকের অধিকার রয়েছে বিএনপির রাজনীতি করার।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদি দল বিএনপি কাউকে ঠিকা দেওয়া হয় নাই যে, তুমি বিএনপির ধারক। বিএনপি যে করতে চায়, যার ইচ্ছা, যে বিএনপিকে ভালোবাসে সে বিএনপি করতে পারবে।
বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিবে কে বিএনপির জন্য যোগ্য। তারেক রহমান নির্ধারন করবে কে নমিনেশন পাওয়ার যোগ্য। তিনি আরো বলেন, কালকিনিরি মাটি কোন একক মানুষের জন্য না। কোন একক গোষ্ঠীর জন্য না। কালকিনির মাটি সকল মানুষের জন্য। আজ বৃহস্পতিবার দুপুরে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার সদরের মাছ বাজারে একটি পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি।