বিশেষ প্রতিনিধিঃ ইউসুফ আলী জুলহাসঃ- বরিশালের হিজলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামী পুলিশের হাতে আটক।বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার চৌকস পুলিশ এস আই খলিলুর রহমান ও এস আই আরিফ হোসেন একটি টিম নিয়ে সাজাপ্রাপ্ত আসামী আটকের অভিযান চালায়।তখন উপজেলার মেমানিয়া ইউনিয়নের খাগেরচর গ্রামের জিল্লু হাওলাদারের ছেলে মাদক সম্রাট মনজু হাওলাদার(৩২) ও হরিনাথনাথপুর ইউনিয়নের রিপন সরদারের স্ত্রী ইয়ানুর বেগম (৪০) কে আটক করে।
জানা যায়, তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি মামলায় সাজা রয়েছে।হিজলা থানার এস আই আরিফ জানায় আসামিরা র্দীঘদিন পালাতক থেকে পূর্নরায় এলাকায় এসে মাদক বিক্রি করে আসছে।এ সংবাদ পেয়ে আলাদা স্থান থেকে দুজনকে আটক করি।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলা মাদকের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে।আটক দুজনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।