মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ- অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামীলীগ নেতা – কর্মীদের প্রস্তুত থাকতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ আবারো নৌকায় ভোট দিবে। জঙ্গি বা সন্ত্রাসীরা যেন কোন প্রকার আশ্রয় না পায় এবং ঘাপটি মেরে থাকতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) গরীব অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সাহায্যের চেক হস্তান্তর ও দলীয় নেতা কর্মীদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হেলাল উদ্দীন এমপি। এসময় উপস্থিত থেকে আর্থিক সাহায্যের চেক হস্তান্তর করেন শেখ হেলাল উদ্দীন এমপি’র সহধর্মিণী রূপা চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার, আওয়ামীলীগ নেতা সিকদার ওয়ালিদ হোসেন, অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান মোল্লা, আবুল বাশার মোল্লা, শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় প্রমূখ।