নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ– বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক মন্ত্রী, কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দরা।
রবিবার দুপুরে রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হরে কৃষ্ণ হালদারের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.সহিদ তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.ফিরোজ শিকদার, উপজেলা মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা। উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মতিউর রহমান হাওলাদার।
এসময় শোক সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ,সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার,উপজেলার সাবেক যুবলীগ সভাপতি মো.সাইদুল সরদার,সাবেক উপজেলা ভাই চেয়ারম্যান জসিম সরদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মুরাদ শিকদার,রাজিহার ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াছ তালুকদার,রাজিহার ইউনিয়ন আ.লীগের সিনিয়ার সহ- সভাপতি মো.জাকির তালুকদার,ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্ত,সাধারন সম্পাদক মো.রাশেদুল ইসলাম খায়ের,সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েদ মোল্লা,৩নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মো.মিন্টু হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের স্মরনে দোয়া-মিলাদ পরিচালনা করেন বাশাইল হাফিজিয়া মাদ্রার হাফেজ মো. শাহাবুদ্দিন।