সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামের ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
তিনি মালদা জেলার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামে তার বাড়ি। তার বাবার নাম মৃত হরি গোপাল সিংহ।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে লক্ষ্মীপুরের একটিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান নাগরিক হরি গোপাল শেখ মারা যাওয়ার খবর নিশ্চিত করেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল হক।