মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত নারী আসনের এমপির পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড ওবায়দুর রহমান সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু,উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান সহ অনেকেই।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)তারিখ সকাল ১১ ঘটিকার সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা তাহামিনা সিদ্দিকীর পক্ষে তার অনুসারীরা কালকিনি উপজেলা শহরে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী এমপির পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উওম কুমার দাস মনোনয়ন পত্র গ্রহণ করেন।
আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ, এসময় তার পক্ষে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাশার, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লোকমান সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যড, আবুল বাশার,উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার সহ অনেকেই
এআসনটিতে সর্ব মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।অন্যন্যরা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল খালেক, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী শ্রী প্রবীন হালদার, জাকের পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী নিতাই চক্রবর্তী, কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী নকুল কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী, হিসেবে মনোনয়ন পত্র জমা দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন সহ ৮ জন প্রার্থী উপজেলা রিটাইনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস এর কাছে মনোনয়নপত্র জমা দেন।