মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর
ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া ইছাবেলা পেট্রোল পাম্পের সামনে থেকে ৪২০ বস্তা ইউরিয়া টি এস পি সারভর্তি একটি ট্রাকসহ গাড়ির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রীজ পান্তাপাড়া ইছাবেলা পেট্রোল পাম্প এলাকা থেকে চোরাইকৃত ৪২০ বস্তা ইউরিয়া ও টি এস পি সারভর্তি একটি ট্রাকসহ দুইজন আসামীকে আটক করা হয়। এসময় বিপুল সরকার নামের একজন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১ ডিসেম্বর) রাত্র অনুমান ১ ঘটিকার সময় সারভর্তি একটি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো ১৬-৫০২৩ গাড়িটি ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল, এ সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার কয়েকজন সাংবাদিক চোরাইকৃত সারভর্তি ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাকের চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এবিষয়ে সাংবাদিকরা ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকার সোহেল হাওলাদারকে ফোন করে জানান তিনি ডাসার থানার পুলিশকে জানালে সাংবাদিক,পুলিশ মটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকে চোরাই মালসহ চোর চক্রের তিন জনের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার মোঃ আমির সরদারের ছেলে,মোঃ সাগর সরদার (২২) মোঃ ইউনুছ খলিফার ছেলে, মোঃ সোহান খলিফা (২৪) এছাড়াও অপর পলাতক আসামী একেই এলাকার অজ্ঞাত ব্যক্তির ছেলে,বিপুল সরকার (৪০)
মামলার এজাহার সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাসার থানার এস আই সোহাগ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি,২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করেন, ডাসার থানার মামলা নং-১ তারিখ (২ ডিসেম্বর) ২০২৪।
এঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতায় আমারা ৪২০ বস্তা সার সহ তিন জন আসামির মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি এবং একজন আসমী পালিয়ে যায়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের সোমবার (৩ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।