এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশালের আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল সরদার, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আব্দুলাহ লিটন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হাওলাদার,
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন আহ্বায়ক ও রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন সিকদারসহ আগৈলঝাড়া উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সন্তানরা।১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু স্বপরিবারসহ দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ ফজলুল হক ।