জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধিঃ- বরিশালের বানারীপাড়ার প্রানকেন্দ্রে অবস্থিত বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেনী কার্যক্রম হিসেবে ব্যতিক্রম ধর্মী ও আনন্দক্ষণ পরিবেশে শরৎ উৎসব পালিত হয়েছে।
শিক্ষাক্ষেত্রে শিক্ষার মানকে বৃদ্ধি করতে নতুন কারিকুলাম -২০২৩ এর নিয়মানুযায়ী ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ কর্মপন্থায় প্রাকটিক্যাল শ্রেনী কার্যক্রম হিসেবে এ শরৎ উৎসব পালিত হয়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত স্বনামধন্য বিদ্যালয়টি প্রতিবছর সুনামের সহিত এস এস সি পরীক্ষায় উজ্জল স্বাক্ষর রাখতে সক্ষম হয়। ম্যানেজিং কমিটির সভাপতি বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদারের দিক নির্দেশনা ও সর্বাত্বক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি আজ বানারীপাড়ার শীর্ষে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক স্যারের সঠিক কর্মপন্থা ও এক ঝাক উদীয়মান মেধাবী শিক্ষক শিক্ষিকাদের মান সম্মত পাঠ দানের মধ্য দিয়ে সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য এ টি এম মোস্তফা সরদার’র সার্বক্ষনিক তত্বাবধায়নের বিদ্যালয়টির পরিবেশ, শিক্ষাগতমান ও পারিপাশ্বিক সুব্যবস্থা পরিলক্ষিত হয়। প্রতি ক্লাসের শিক্ষকের প্রানবস্ত প্রচেষ্টা ও শেনী শিক্ষার্থীর অংশগ্রহনে পহেলা বৈশাখ, শরৎ উৎসবের মত এই ব্যতিক্রমধর্মী শ্রেনী কার্যক্রমটি পরিচালিত হয়।
বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুন্দর পোশাক পরিচ্ছেদ, গেটে সার্বক্ষনিক দেখাশুনার জন্য দারোয়ান, পাক্ষিক, মাসিক সমাবেশ, মা দিবস পালন সহ অভিভাবকদের সাথে সমন্বয়তা যেন বিদ্যালয়ের গুনগত মানকে আরো বৃদ্ধি ও সুন্দর প্রচ্ছদ দিচ্ছে। উদীয়মান ও মেধাবী শিক্ষকদের মেধা বিকাশে স্রেনী কার্যক্রমকে বাস্তবতায় রুপ দিচ্ছে বিদ্যালয়ের প্রান শিক্ষার্থীরা। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম -২০২৩ এর নিয়মানুযায়ী সকল শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ কর্মপন্থায় প্রাকটিক্যাল শ্রেনী কার্যক্রম সকলের প্রশংসা কড়িয়েছে।