মোঃ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ-নড়াইলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয় নড়াইলের আয়োজনে সদর উপজেলার ৭১ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সিভিল সার্জন ডা.সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশতী শীল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন।