সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-
সিরাজগঞ্জের তাড়াশ ফাজিল ডিগ্রি মাদ্রাসা নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদ্রাসার ক্যাম্পাসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে অনিয়ম, বাণিজ্যের অভিযোগে এ পরীক্ষা স্থগিত করা হয়।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার সভাপতি তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিসহ ম্যানেজিং কমিটি সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান চারপদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতিতে আগেই ১ কোটি টাকা উৎকোচ গ্রহণ করেছেন।
জানা যায়, চারপদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে অধ্যক্ষ পদে ৮ জন, উপাধ্যক্ষ পদে ৫ জন, ল্যাব সহকারী পদে ৮ জন ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৯ জন প্রার্থী আবেদন করেন। শনিবার এসব পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসা সভাপতি, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ডিজির প্রতিনিধি মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকার উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাদিকুর ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খানসহ পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন।
এ সময় চারপদে ৪ পরীক্ষার্থীকে রেখেই প্রশ্নপত্র তৈরি করেন। পরীক্ষার্থীদের নিয়ে প্রশ্নপত্র তৈরির করায় অন্যান্য পরীক্ষার্থীরা দেখে ফেলেন। বিষয়টি ডিজির প্রতিনিধিকে অবগত করেন। এমনকি চারপদে ৪ জনের নাম উল্লেখ করে ডিজির প্রতিনিধির কাছে অভিযোগ করেন। ডিজির প্রতিনিধি তাৎক্ষণিকভাবে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।