এমদাদুল হক কাজল-নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী দিয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়া লীগের যুগ্ম আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, যুগ্ম আহবায়ক মতিউর রহমান হাওলাদার, ডাসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের, আনসার,ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার,
ডাসার উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সহদেব বাড়ৈ,৪১ নং কমলাপুর সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন সহ ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
পরে আনুষ্ঠানিক আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।