মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম এর নির্দেশে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শান্তি সমাবেশের সভাপতিত্বে করেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহামুদুল হাসান দোদুল।
এছাড়াও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান হাওলাদার, কাজী মতিউর রহমান বাদল,এ্যড, বিদ্যুৎ কান্তি বাড়ৈ,ডাসার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন ফকির মিঠু,যুগ্ন আহ্বায়ক সরিফ খায়রুল আলম মুকুল, মোঃ হেমায়েত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান তোতা মৃধা, মিরাজ তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন মীর মামুন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কালু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক সৈয়দ অনিক,যুগ্ন সাধারন সম্পাদক শ্রাবন খান সজীব, বালিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ সজিব,নয়ন হাওলাদার,সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের শান্তি সমাবেশে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তারা আরো বলেন,বি এনপি জামায়াতের ঘাতক দালালেরা চায় আগামী দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনেকে বানচাল করতে তারা ও তাদের সহযোগীরা পাগল হয়ে গেছে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় নেতা কর্মীরা ডাসার উপজেলার আওতাধীন ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপার থেকে ভাঙ্গাব্রীজ পর্যন্ত শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা রক্ষার্থে মটরসাইকেল শোভাযাত্রা করেন।