নিজস্ব প্রতিবেদকঃ- পবিত্র মাহে রমজান মাসে তারাবিহসহ জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ১৭০ শিক্ষার্থী। তারা সবাই নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিক ভাবে কোমলমতি শিশু-কিশোরদের হাতে সাইকেল তুলে দেন বরিশাল সিটির সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ। সাইকেল উপহার পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা।
গত রমজান মাসে নগরীর ব্রাউন কম্পাউন্ড মসজিদে তারাবিহসহ জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে তৃতীয় থেকে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের সাইকেল উপহারের ঘোষণা দেন স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন। তার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে ১৬ নম্বর ওয়ার্ডের ১৭০ জন শিক্ষার্থী তারাবিহসহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন ব্রাউন কম্পাউন্ড মসজিদে। প্রতিশ্রুতি অনুযায়ী রোববার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠনিকভাবে তাদের হাতে নতুন আকর্ষনীয় বাইসাইকেল এবং ক্রেস্ট তুলে দেন সাদিক আবদুল্লাহ।
তারা জানান, সাইকেল পাওয়ার চিন্তায় তারাবিহসহ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন মসজিদে। এখন ৫ ওয়াক্ত নামাজ পড়া অভ্যাস হয়ে গেছে। নামাজ আদায়ের লক্ষ্য পূরণ হওয়ায় সাইকেল পাওয়ার প্রত্যাশায় ঠিকমতো ঘুম এবং খাওয়া হতো না তাদের। এখন প্রতিশ্রুতি অনুযায়ী সাইকেল পেয়ে বেজায় খুশি তারা।
এদিকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি এবং বিপথগামিতা থেকে সুপথে নিয়ে আসবে বলে প্রত্যাশা তাদের। সাইকেল উপহারের উদ্যোক্তা ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিব হোসেন খান জানান,আমি প্রতিশ্রুতি রক্ষা করেছি মাত্র।নতুন প্রজন্মেকে সুপথে রাখতে আগামীতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চাই।
এ ধরনের উদ্যোগ সব ওয়ার্ডেই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটির সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আজকের শিশুদের সুপথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।