এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় আগৈলঝাড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়াম্যান ও দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাগন।
সভায় উপজেলার সাইকোান সেল্টার, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।উপজেলায় কন্টোল রুম খোলা সহ নদীর তীরবর্তী এলাকার স্কুল গুলো আশ্রয়ের জন্য প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়।