নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ- মাদক মামলায় বিভিন্ন সময়ে দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট হিসেবে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত মাদক কারবারি হীরা মাঝি জেল থেকে বের হয়ে,পুনরায় মাদক ব্যবসার অপরাধে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে মঙ্গলবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে গৌরনদীর মডেল থানার পুলিশ।
গৌরনদী মডেল থানা পুলিশ এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত হিরা মাঝি বরিশাল গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির পুত্র।সে (হিরা) দক্ষিণাঞ্চলের চিহ্নিত মাদকের গড ফাদার হিসেবে এলাকায় পরিচিত,এর আগেও সে বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জেল খেটে পুনরায় জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় সক্রিয় থাকে।
মামলার বাদী গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসি মো.আফজাল হোসেনের নির্দেশনায় দ্রুত কটকস্থল এলাকায় সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালায় সহিদুল ইসলাম। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় হিরা মাঝিকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।ওইদিন দুপুরেই গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।