স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-“শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয় লালন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। বরিশাল জেলার গৌরনদী উপজেলা প্রশাসন ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, গৌরনদী’র আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় বরিশালের গৌরনদী উপজেলায় ১৮ অক্টোবর বুধবার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা ও উপজেলা পরিষদের সভাকক্ষে – আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের সনামধন্য চেয়ারম্যান জনাব সৈয়দা মনিরুন নাহার মেরী, বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব,প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী,উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন,জাইকার প্রতিনিধি মেজবাহ উদ্দিন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ পৌর কাউন্সিলরবৃন্দ, সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ,বীর মুক্তিযুদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।