স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ-দৈনিক বাংলাদেশ বুলেটিন এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বক্তব্য রাখেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, উপজেলা রির্পোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সভাপতি এসএম মিজান, বি.নিউজ টুয়েন্টিফোর এর প্রকাশক ও সম্পাদক মোল্লা ফারুক হাসান, সিকদার ক্লিনিকের ম্যানেজার রুহুল আমীন খান, দৈনিক সময়ের বার্তা প্রতিনিধি সৌরভ হোসেন, দৈনিক তৃতীয়মাত্রা প্রতিনিধি মাসুদ সরদার, দৈনিক আজকালের খবর প্রতিনিধি কাজী রনি, বি.নিউজ টুয়েন্টিফোর এর বার্তা সম্পাদক সৈয়দ সাকিবুল্লাহ বেল্লালী সহ অন্যান্যরা।