স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান ‘নারী কথা’ সমতা ও ক্ষমতায়নে নারী কর্মসূচির আওতায় প্রচারাভিযান অনুিষ্ঠত হয়। গৌরনদী উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে ২০ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিকেল ৪ টায় গৌরনদী উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অয়োজনে আলোচনা সভা ও প্রচারাভিযানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
উক্ত অনুষ্ঠান অপরাজিতা নারী গৌরনদী উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সিপ্রা রানী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক এ,এস,মামুন, গৌরনদী পৌরসভা সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর খায়রুন নাহার মায়া, বাটাজোড় ইউপি সদস্য গীতা রানী বিশ্বাস , মাহিলাড়া ইউনিয়ন নারী প্রতিনিধি লুনা, রূপান্তর এর এ্যাডভোকেসী ও নেটওয়ার্ক সমন্বয়কারী নুর ই- আজম হায়দারী, ক্লাস্টার মনিটরিং কোঅডিনেটর মোহাম্মদ তানভীর মোশারফ, বরিশাল সদর ও গৌরনদী উপজেলা মাঠ সমন্বয়কারী শাকিলা আজিজ।
প্রচারাভিযান কর্মসূচিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বেতার অনুষ্ঠান নারীকথা অনুষ্ঠানটির ১ টি পর্ব সম্প্রচারসহ এ অনুষ্ঠানটি কিভাবে শোনা যাবে, প্রচার ও প্রসারের ক্ষেত্রে করনীয় কি হবে সে বিষয়ে ধারনা দেয়া হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।