স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ বরিশালের গৌরনদীতে দুইদিনব্যাপী তথ্যপ্রযুক্তি ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ গৌরনদী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা সভাকক্ষে সোমবার ৯ অক্টোবর ২০২৩ সকালে শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ নিচ্ছেন গৌরনদী উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম।
উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো: মনিরুজ্জামান, সমবায় অফিসার আফসানা সাখী, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন এবং প্রশিক্ষণার্থী হিসাবে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস সহকারীগণ।