গণফোরাম ঢাকা মহানগর উওর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবারর দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে আব্দুস সালাম হলে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
গণফোরামের সমন্বয়কারী মুহাম্মদ রওশন ইয়াজদানীর সভাপতিত্বে এতে ৫০-৬০ জন অংশগ্রহণ করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন- গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, গণফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা জেলা গণফোরামের সভাপতি এম এ হামিদ, সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।