তেরখাদার নাচুনিয়া-জুনারী দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী
সাগর কুমার বাড়ই ,
তেরখাদা প্রতিনিধি , খুলনা //
১ লা ফেব্রুয়ারী ~২০২৫ ইংরেজি সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার নাচুনিয়া-জুনারী দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চিত্রা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন অবঃ সুপার মাওলানা লিয়াকত আলী খাঁন , ভারপ্রাপ্ত সুপার মিলিনা খাতুন , সহকারী শিক্ষক আবুল হোসেন , কে এম ওয়েজ।
অনুষ্ঠানে এছাড়া বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য , শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।