মো: আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ-“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ নানা আয়োজনে উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রবিবার (০১জুন) দুপুরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মোর্শেদ সজিব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ডা:গোলাম মোর্শেদ সজিব তিনি বলেন জনগণের মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে পুষ্টিকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ছিলেন ডা. সবুজ রায়, স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার,সিনিয়র নার্স আরতী মধু, মমতা মন্ডল,নার্স আভা করাতী,মনিকা হালদার, মমতা মন্ডল, প্রিয়াংকা তালুকদার, বিথীকা হালদার, ইতি বৈরাগী, পূর্ণিমা হালদার, রিংকু হালদার, আরতী মধু, মাধবী লতা রাজিব, সুন্ধা বৈদ্য,বিভা হালদার, শ্রাবন্তী মন্ডল, অঞ্জনা মন্ডল, সন্ধ্যা বিশ্বাস, তাহমিনাসহ এসময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা—কর্মচারীবৃন্দউপস্থিত ছিলেন।