
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-
রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেয়েছেন বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বরিশালের গৌরনদীতে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।
বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট জসিম শরীফ, উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বনিক, রিয়াজ হোসেন, মেহেদী হাসান, নুপুর মজুমদারসহ অন্যান্যরা।
শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।