
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল আগৈলঝাড়াঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব রাংতা গ্রামের এক আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়িতে সংঘবদ্ধ চোরেরা ১৩ ভরি স্বর্ণ, নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা, জমির দলিলসহ দরকারি কাজগপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আইনজীবী।
এ বিষয়ে বুধবার (১৫ অক্টোবর ) আগৈলঝাড়া থানায় একটি চুরির এজাহার (ট্র্যাকিং নং: LTVQYX) দায়ের করেছেন আইনজীবী সরদার আব্দুল জলিল।
আইনজীবী সরদার আব্দুল জলিল জানান, তিনি পেশাগত কাজে ঢাকায় থাকেন। দু’দিন আগে গ্রামে এসে অসুস্থ বাবা মাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান। এসময়ে বাসা তালাবদ্ধ ছিলো।প্রতিবেশীর ফোনে চুরির খবর জানতে পারি। বাসা ফাঁকা থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা ঘরের ৪টি দরজার তালা কেটে ১৩ ভরি স্বর্ণ ও ঘর নির্মাণ কাজের জন্য রাখা নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা ট্রাঙ্কে থাকা জমির দলিলপত্রসহ দরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়। তিনি আরো বলেন, জমি জমা নিয়ে তাদের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। শত্রুপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন। বর্তমানে তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে সঙ্কিত।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার ফকির জানান, বেশ কিছুদিন ধরেই এলাকায় চোরদের উৎপাত বেড়ে গেছে। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এ ব্যাপারে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরি রোধ ও জন নিরাপত্তায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গুরুত্বপূর্ণ এসব কাগজপত্র চুরি যাওয়ায় ওই আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা আর্থিক ও মানসিক ক্ষতিতে পড়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অলিউল ইসলাম জানান, আইনজীবী সরদার আব্দুল জলিল বুধবার (১৫ অক্টোবর) থানায় একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।