সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জ বেলকুচি গত ১৪ অক্টোবর গোপন সংবাদের ভিক্তিতে র্যাব -১২র’ সদর কোম্পানি এবং র্যাব – ৯ এর একটি যৌথ অভিযানি দল।
এই অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা ধীন নতুন ব্রিজ সংলগ্ন এনা পরিবহ কাউন্টারের সামনে হতে স্ত্রী কে হত্যা মামলার এ জাহারনামীয় ১নং আসামী মোঃ হাসান শেখ (২৮) পিতা. মোঃ নজরুল ইসলাম,গ্রাম রানীপুরা চরা থানা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ তাদের কে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি মামল করা হয়। তারিখে ০৬/০৯/২০২৩ ইং ধারা-৩০২/৩৪ মুলে একটি মামলা দায়ের করা হয়েছে।পরবর্তীতে গ্রেফতার কৃত আসামীকে সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়