স্টাফ রিপোর্টার মোঃ সাব্বির হোসেনঃ- ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) সভাপতি: দৈনিক অপরাধ বিচিত্রা সম্পাদক জনাব এস এম মোর্শেদ স্যার কর্তৃক, ঢাকা সহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন নির্যাতন হত্যা মিথ্যা মামলার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে উক্ত সমাবেশে খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন, সহ সাংগঠনিক সম্পাদক রকি পাটোয়ারী,সোহেল, সাব্বির, আন্সার, রিপন হাওলাদার, মুহম্মদ শামীম, আলিম,শাওন ও মুক্তা মহিলা বিষয় সম্পাদিকা অন্যান্য সংগঠনের সাংবাদিক ও খিলক্ষেত প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন(এফবিজেও) সভাপতি এস এম মোরশেদ বলেন, স্বাধীনভাবে সত্যের পথে অবিচল করার প্রতিনিয়ত কলমের লেখা সচ্ছল রাখাল লক্ষ্যে দিয়ে সরকারকে কাজ করতে হবে যাতে সাংবাদিকের উপর কোন ধরনের নির্যাতন হামলা মামলা হত্যা শিকার না হয় সাংবাদিক হলো রাষ্ট্রীয় চতুর্থ স্তম্ভ তিনি আরো বলেন।পুলিশ সাংবাদিকদের পারস্পরিক বন্ধু মত, আজ সাংবাদিক নিউজে দুর্নীতি অপরাধ কর্মকাণ্ড, লেখালেখি করে বলে।
পুলিশ প্রশাসন তা কঠোর ব্যবস্থা নিতে পারে কিছু কিছু পুলিশ আছে যারা সাংবাদিকদের বন্ধু মনে করে না তারা ভাবে শত্রু। কিন্তু তারা জানে না সাংবাদিক হচ্ছে নিরালাস সত্যের পথে অবিচল তাই।আজ পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর গ্রেপ্তার হামলা মামলা নির্যাতন বন্ধ করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে যে আইন করা হয়েছে সেই আইন সাংবাদিকদের গলা চেপে ধরার আইন করা হয়েছে।
এ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে পারে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং রাজনৈতিক সভা সমাবেশে সাংবাদিক নির্যাতন হয়রানি হত্যা বন্ধ করতে হবে বলে জানান,এবং খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন বলেন আমাদের সহকর্মী সহপার্টি বারবার কেন নির্যাতিত হয় এর নির্যাতন বন্ধ করতে হবে এবং কলমের ধারায় আমরা যে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি নিরলস সচ্ছলভাবে কাজ করতে পারিনা। সব সময় একটা আতঙ্কের ভিতর থাকতে হয়।
এবং কখন জানি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ে যায়। আমি বলতে চাই নিরাপত্তা ডিজিটাল আইনের মামলা খরসা বাতিল করে। নতুন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হোক সাংবাদিকদের কেন গলা টিপে আজ মুমূর্ষ অবস্থায় রাখছে। সাংবাদিক মানে সত্যের পথে অবিচল থেকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে দুর্নীতির চাঁদাবাজ মুক্ত লক্ষ্যের সাংবাদিকরা কাজ করে। সাংবাদিকরা আজ ছিকলের বাঁধা থাকবে কেনো।
সাংবাদিক মুক্ত ভাবে নিউজ বা কলম দিয়ে সত্যতা লেখালেখি করবে। আমরা রাজনৈতিক দলগুলোর শত্রু না আমরা বলতে চাই আপনারা আজ প্রোগ্রাম করেন সেখানে সাংবাদিক না থাকলে সারা বিশ্বে আপনাদের তুলে ধরবে না এবং আপনাদের কথা কেউ জানতে পারবে না তাহলে আমাদের সুয়োগ দিন আপনাদের সকল কাজের উপস্থাপনা গুলো মেলে ধরার জন্য আমরা সাংবাদিকত মানুষ তাহলে কেন মানুষের পরে মানুষ অত্যাচার করে নির্যাতন এইগুলো রীতিমতো বন্ধ করার দাবি জানায়,