আবুল কালাম আজাদ ( ঠাকুরগাঁও) রানীশংকৈল প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১১ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছেন র্যাব ১৩ দিনাজপুর ব্যাটেলিয়ন। গ্রেফতারকৃত আসামি হলেন রানীশংকৈল উপজেলার বাচোর চোপড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে আকবর আলি (৫০) । র্যাব ও রানীশংকৈল থানার পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরের বাসা থেকে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের মূল্যবান বিষ্ণু মূর্তি সহ চোরাচালান কাজে ব্যবহৃত দুটি সিম, ও মোবাইল ফোন উদ্ধার করা হয় ।। এ বিষয়ে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, আজ (১১ ফেব্রুয়ারী) থানায় ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর 25B (1)(A) মামলা রুজু করা হয়।