মোঃ হেমায়েত হোসেন খানঃ- মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৪- পিস ইয়াবা উদ্ধার ও বেলায়েত ফকির (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ী ও বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেন পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল এলাকায় জেলা পুলিশের অভিযান চলাকালে কামাল মাতুব্বরের বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে এক ইয়াবা ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী শিবচর থানার শিরুয়াইল গ্রামের পিতা- আলেম ফকিরের ছেলে বেলায়েত ফকির।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা এসআই (নিঃ) আবুল কাশেম খাঁন বলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-বার,পিপিএম স্যারের দিক নির্দেশনায় সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে (৬৪) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বেলায়েত ফকিরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।
উক্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।